সাভারের আশুলিয়ার নরসিংহপুরে মেডলার অ্যাপারেল্স নামে এক পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়।
আশুলিয়ার বিইপিজেড ফায়ার স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, কারখানার আটতলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। তৃতীয় তলায় আগুন ছড়িয়ে পড়েছে।এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট কাজ করছে। এছাড়া সাভার, টঙ্গি ও কালিয়াকৈর এলাকা থেকে ফায়ার সার্ভিসের আরো কয়েকটি ইউনিট রওনা দিয়েছেন।
তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।
এদিকে এ ঘটনার পর আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া আশপাশের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
এসএস